দ্য ওয়াল ব্যুরো: চোখেমুখে ক্লান্তির ছাপ, শরীরে অবসাদ—সব মিলিয়ে ঠিক আগের মতো ঝলমলে নেই রুক্মিণী মৈত্র। কখনও পায়ের চোট, কখনও কাজের চাপ—শরীর যেন বারবার দিচ্ছে সতর্কবার্তা। কয়েক মাস আগেই অসুস্থতার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। আর এখন ফের জ্বরে কাবু অভিনেত্রী। নিজের ছবি শেয়ার করে সমাজমাধ্যমেই জানিয়েছেন, ১০২ ডিগ্রি জ্বরে ভুগছেন তিনি, চিকিৎসকরা এমন জ্বর হওয়াকে বলছেন ‘ভাইরাল ফিভার’।
#REL