দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ কলকাতার নামী শপিং মল। সেখানেই শুক্রবার ছিল রুক্মিণী মৈত্র ও চিরঞ্জিৎ চক্রবর্তী অভিনীত, অর্ণব মিদ্যা পরিচালিত ছবি 'হাঁটি হাঁটি পা পা' প্রিমিয়ার শো। তারকাখচিত সেই সন্ধেতে হাজির ছিলেন দেবও। সেখানেই দেবের মুখ থেকে শোনা গেল এমন কিছু কথা যা আপাতদৃষ্টিতে মনে হতেই পারে 'দেজাভু'। মনে হতেই পারে, কোথায় যেন শুনেছি আগে!
ছবি শেষ হতেই, রুক্মিণীকে উদ্দেশ্য করে দেব সকলের সামনে আচমকাই বলে ওঠেন, "আমি ছিলাম, আছি, থাকব"। ঠিক এই কথাই তো বলেছিলেন রুক্মিণী, ধূমকেতু মুক্তির সময়। মনে আছে?