দ্য ওয়াল ব্যুরো: কয়েক দিন আগেই জিতের (Jeet, Superstar jeet)এক সাক্ষাৎকার ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়। সেখানে অভিনেতা দাবি করেন, দেবের (Dev, Megastar dev) ২০ বছরের পথচলার অনুষ্ঠানে তাঁকে নাকি আমন্ত্রণই জানানো হয়নি। সেই ঘটনা ঘিরে যখন আলোচনা–সমালোচনা চলছে, ঠিক তখনই নতুন খবর—খুব শিগগিরই বক্স অফিসে মুখোমুখি দেখা যেতে পারে দেব ও জিতকে। শোনা যাচ্ছে, আসন্ন বছরের পুজোতেই নাকি একই দিনে মুক্তি পেতে চলেছে তাঁদের নতুন ছবি।
#REL