দ্য ওয়াল ব্যুরো: বক্সঅফিসে ভালই পারফর্ম করেছে 'রঘুডাকাত'। রাজ্য-দেশের গণ্ডি ছাড়িয়ে সে এবার পাড়ি দিল বিদেশে। এর আগেও ছবি নিয়ে দেশের বাইরে গিয়েছেন দেব। এবারেও সেই ধারা অব্যাহত। এবারে গন্তব্য দুবাই। সেখানেই হবে ছবির প্রিমিয়ার। তবে এই জার্নিতে দেবের সহযাত্রী তাঁর গোটা পরিবার। রয়েছেন বাবা-মা ও বোনও। ছবি শেয়ার করেছেন দেব নিজেই। একই সঙ্গে বিমানের অভিজ্ঞতার ঝলকও ভাগ করে নিয়েছেন নিজেই।
দেবের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, বিমানের তরফেই দেওয়া হয়েছে 'ওয়েলকাম ডেসার্ট'। সেখানে লেখা, 'তোমায় স্বাগত দেব। স্বাগত রঘুডাকাত'। বাবা-মা বোনের ছবিও ভাগ করে নিয়েছেন দেব নিজেই।