শুভদীপ বন্দ্যোপাধ্যায়
ছবি: ধূমকেতু (Dhumketu 2025)
চরিত্র চিত্রণে: দেব, শুভশ্রী, রুদ্রনীল, পরমব্রত, দুলাল,অলকানন্দা ও চিরঞ্জিত
পরিচালনা: কৌশিক গঙ্গোপাধ্যায়
প্রযোজনা: দাগ ক্রিয়েটিভ মিডিয়া ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস
দ্য ওয়াল রেটিং: ৯/১০
'ফিরব বললে ফেরা যায় নাকি
পেরিয়েছ দেশ-কাল জানো নাকি এসময়...'
দুটো জীবন যদি কোনও মানুষকে বাঁচতে হয়, দ্বিতীয় জীবন থেকে প্রথম জীবনে সে কী ফিরতে পারে? সেই নির্যাসেই তৈরি সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 'ধূমকেতু'।