দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালে (RG Kar Case) মেয়েকে ধর্ষণ-খুনের ঘটনার সুবিচারের দাবিতে নবান্ন অভিযানে (Nabanna Abhijan) পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত হয়েছেন মা— এই অভিযোগ তুলে দু'দিন পর পুলিশের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করলেন নির্যাতিতার বাবা। সোমবার তিনি শেক্সপিয়র সরণি থানায় ই-মেলের মাধ্যমে অভিযোগ জমা দেন বলে খবর।
অভিযোগপত্রে তাঁর দাবি, সেদিন অভিযানের সময় প্রথমে তাঁর স্ত্রীর হাতের শাঁখা ভেঙে দেওয়া হয়। এরপর মাথা ও পিঠে আঘাত করে পুলিশ। আঘাতের জেরে তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাঁকে মুকুন্দপুরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।