দ্য ওয়াল ব্যুরো: চিকিৎসার সময় শ্লীলতাহানির (minor assault) শিকার নাবালিকা! বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে (Barasat Medical college hospital) এমন অভিযোগ ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তৃতীয় বর্ষের এক ছাত্র চিকিৎসককে গ্রেফতার (Barasat Medical student arrested) করেছে বারাসত থানার পুলিশ।
জানা গিয়েছে, আরজি কর ঘটনার প্রতিবাদে (RG Kar protest) জুনিয়র ডাক্তারের সঙ্গে সামিল ছিলেন তিনি।