দ্য ওয়াল ব্যুরো: আরজি করে (RG Kar) দুর্নীতির অভিযোগের সূচনাটা করেছিল যাঁর চিঠি—এ বার সেই মুখই ধরা পড়ল সিবিআইয়ের চার্জশিটে!
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় সোমবার অতিরিক্ত চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI chargesheet)। সেখানে নাম রয়েছে হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির (Deputy Superintendent Akhtar Ali)। শুধু তিনিই নন, চার্জশিটে যোগ হয়েছে আর এক জন—শশীকান্ত চন্দক নামে এক ব্যক্তির নামও।