দ্য ওয়াল ব্যুরো: আরজি কর মেডিক্যাল কলেজ (RG Kar) হাসপাতালের এক চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত চিকিৎসকের নাম শুভজিৎ আচার্য (RG Kar Doctor Death)। তিনি ওই হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শুভজিৎ উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের (Madhyamgram) শিশির কুঞ্জ এলাকার বাসিন্দা ছিলেন। রবিবার গভীর রাতে অসুস্থ হয়ে পড়লে তাঁকে বারাসতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।