দ্য ওয়াল ব্যুরো: স্কুলে ১০ মিনিট দেরি করে পৌঁছেছিল সে। ‘শাস্তি’ হিসেবে ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে ১০০ বার ওঠবস করানো হয়েছিল। আর সেই শাস্তিই কেড়ে নিল ছোট্ট কাজল গোন্দের প্রাণ (corporal punishment student death)।
ঘটনাটি ঘটেছে শিশু দিবসের দিন (Childrens' day), যখন স্কুলে পড়ুয়াদের প্রতি আরও একটু বেশি মমতা, একটু বেশি যত্ন দেখানোর কথা। তার বদলে মিলল নির্দয়তার চরম নিদর্শন। এই ঘটনা ঘিরে মহারাষ্ট্রের বসাইয়ে চাঞ্চল্য ছড়ায় (Maharashtra school)।
#REL