দ্য ওয়াল ব্যুরো: মায়ের কাছে মদ কেনার টাকা চেয়েছিলেন। রাজি হননি বৃদ্ধা। রাগের মাথায় নিজের মাকেই আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করলেন এক ব্যক্তি, এমনটাই অভিযোগ (alcohol money dispute crime)। তার জেরে গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে প্রাণবাঁচানোর লড়াই চালাচ্ছেন ৬৫ বছরের এক বৃদ্ধা।
ওড়িশার ভদ্রক জেলা থেকে নৃশংস এই ঘটনার সামনে এসেছে (Odisha Incident )। বৃহস্পতিবার তিহিদি থানার পুলিশ এই খবর জানিয়েছে।