দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিনের তুলনায় বাংলায় শীতের আমেজ কিছুটা ফিরেছে বটে, তবে তা এখনো জোরালো নয়। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানিয়েছে, নভেম্বরের শেষ দিকে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা কম, তবে আগামী দু-তিন দিনে তাপমাত্রা (Temperature) কিছুটা কমবে, যার ফলে শীতের অনুভূতি টের পাওয়া যাবে।
কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আপাতত ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। আগামী দু-তিন দিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে, তবে বিরাট কোনও পরিবর্তন হবে না। মঙ্গলবার নাগাদ তাপমাত্রা আরও ২ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে।
#REL