দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় দিতওয়াহ (Cyclone DITWAH) দাপট দেখিয়ে এখন উপকূলের খুব কাছাকাছি পৌঁছেছে। আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, ঝড়টি স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা নেই। সমুদ্র উপকূলের কাছেই শক্তি হারিয়ে ফেলবে। তামিলনাড়ু–পুদুচেরি উপকূলের কাছাকাছি ২০-৪০ কিমি দূরত্ব রেখে উত্তরদিকে অবস্থান করবে সোমবার।
এদিকে, পশ্চিমী ঝঞ্ঝা (Western Disturbance) ও একটি ঘূর্ণাবর্ত (Cyclonic Circulation) বর্তমানে হরিয়ানার ওপরে অবস্থান করছে। পরপর আরও একাধিক পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে দেশের উত্তর-পশ্চিমাংশে।
#REL