দেবাশিস গুছাইত, হাওড়া
শহর জীবনে তেমন নাগাল মেলেনি এখনও। তবে গ্রাম জীবনে শীতের নরম ছোঁয়া টের পাওয়া যাচ্ছে রাত আর ভোরের দিকে। আর নভেম্বরের শুরুতে এই শীতল অনুভূতি স্বাধীনতার স্বাদ বয়ে আনছে উলুবেড়িয়া মহেশপুর কলোনিতে। ঘরে ঘরে মহিলাদের ব্য়স্ততা বেড়েছে। শুরু হয়ে গেছে বালাপোশ তৈরির কাজ।