দ্য ওয়াল ব্যুরো: অবশেষে বাংলা থেকে বিদায় নিল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আজ, মঙ্গলবার উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলো থেকেও বর্ষা সরে যাওয়ায় রাজ্যজুড়ে এবার শুষ্ক আবহাওয়ার পালা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গ বা উত্তরবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
বর্ষা বিদায় নেওয়ায় এবার রাজ্যের আবহাওয়ায় বড়সড় পরিবর্তন আসছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর স্থান দখল করতে শুরু করেছে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে আসা শীতল হাওয়া। তবে বাতাসে এখনও জলীয় বাষ্পের উপস্থিতি থাকায় তাপমাত্রা আপাতত খুব দ্রুত নামছে না বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।