দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে ফের সক্রিয় বর্ষা। মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে উত্তরবঙ্গের ওপর দিয়ে হিমালয়ের পাদদেশে অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার জেরে বিপুল পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে রাজ্যের বিভিন্ন অংশে। এর ফলেই আগামী কয়েক দিন পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে হতে চলেছে বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টি। উত্তরবঙ্গে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় জারি হয়েছে সতর্কতা। অন্যদিকে, দক্ষিণবঙ্গে বাড়বে অস্বস্তিকর গরম ও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও আর্দ্রতা-জনিত অস্বস্তি বেশি থাকবে।