দ্য ওয়াল ব্যুরো: আপাতত রাজ্যজুড়ে মিলবে না বৃষ্টির হাত থেকে নিস্তার। উত্তর থেকে দক্ষিণ, পাহাড় থেকে সমতল—সর্বত্র চলছে একটানা বর্ষণের পূর্বাভাস। আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী সাত দিন রাজ্যের নানা প্রান্তে কোথাও হালকা, কোথাও মাঝারি, আবার কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আজ, শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি। দক্ষিণ ২৪ পরগনা ও বীরভূম জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি, অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
#REL