দ্য ওয়াল ব্যুরো: দীপাবলির পর ভাইফোঁটাতেও আকাশ থাকবে ঝকঝকে। তবে আনন্দ শেষ হতে না হতেই বদলে যাবে হাওয়ার রং। বঙ্গোপসাগরে ঘনিয়ে আসছে নিম্নচাপ (Low pressure in the Bay of Bengal), যার জেরে উইকেন্ডে (Weather Update) নামতে পারে ঝমঝমে বৃষ্টি, সঙ্গী থাকবে বজ্রপাতও।
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ মঙ্গলবারই পরিণত হবে সুস্পষ্ট নিম্নচাপে। আগামী বুধবার তা শক্তি সঞ্চয় করে ধীরে ধীরে গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। এর অভিমুখ তামিলনাড়ু, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল।
#REL