দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে ফের সক্রিয় মৌসুমী অক্ষরেখা। এই মুহূর্তে সেটি দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত। পাশাপাশি বঙ্গোপসাগর থেকে ক্রমাগত জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে। এর জেরে আগামী কয়েক দিন বৃষ্টির দাপট দেখা যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আজ, ২৭ জুলাই দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কাল থেকে আবহাওয়া বদলাতে শুরু করবে। ২৮, ২৯ ও ৩০ জুলাই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বজ্রবিদ্যুৎসহ ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
#REL