দ্য ওয়াল ব্যুরো: ঝাড়খণ্ডে তৈরি হয়েছে নিম্নচাপ। সঙ্গে রয়েছে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। পাশাপাশি একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখাও রয়েছে সক্রিয় অবস্থায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস, এই তিনের প্রভাবে রাজ্যে ফের বাড়তে চলেছে বর্ষার দাপট। আগামী পাঁচ দিন দক্ষিণ ও উত্তর—দুই বঙ্গেই চলবে বৃষ্টি। দক্ষিণবঙ্গে আজ ও কাল বৃষ্টির প্রভাব কিছুটা কম থাকবে। তবে বৃহস্পতিবার থেকে শনিবার ফের জোর বৃষ্টি শুরু হবে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
জুন মাসে কোথায় কেমন বৃষ্টি?