দ্য ওয়াল ব্যুরো: মৌসুমী অক্ষরেখা জলপাইগুড়ির উপর দিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী বুধবার (১৩ অগস্ট) উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে, যা ধীরে ধীরে শক্তিশালী হবে।
আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগের দমকা হাওয়া।