দ্য ওয়াল ব্যুরো: আবহাওয়া দফতরের পূর্বাভাসকে সত্যি করে ২৪ ঘণ্টার ব্যবধানে কলকাতা শহরে পারদ নামল প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সকাল থেকেই মহানগরে ভালোমতোই অনুভূত হয়েছে হিমের পরশ। আবহাওয়া দফতর ইঙ্গিত দিয়েছে, আগামী কয়েকদিনে তাপমাত্রার এই পতন আরও তীব্র হবে।
বৃহস্পতিবার রাতে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তা নেমে দাঁড়ায় ২১.৬ ডিগ্রি সেলসিয়াসে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা আরও কমবে।
#REL