দ্য ওয়াল ব্যুরো: আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই অবশেষে সপ্তাহ শেষে পারদ পতন শুরু হল। শুক্রবার রাত থেকে কলকাতা শহরে তাপমাত্রা বেশ কিছুটা নেমে যাওয়ায় শীতের আগমনী অনুভব করছেন শহরবাসী। আবহাওয়ার গতিপ্রকৃতি দেখে মনে হচ্ছে, আগামী দিনগুলিতে তাপমাত্রা পতনের এই ধারা আরও জোরদার হবে।
বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার রাতে তা প্রায় সাড়ে তিন ডিগ্রি কমে এসে দাঁড়িয়েছে ২১.৬ ডিগ্রি সেলসিয়াসে। রাতের পাশাপাশি দিনের সর্বোচ্চ তাপমাত্রাও কমেছে। শুক্রবার সকালে গড় তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা বৃহস্পতিবার ছিল ৩১.১ ডিগ্রি।
#REL