দ্য ওয়াল ব্যুরো: ঘূর্ণিঝড় 'দিতওয়াহ' (Ditwa) তামিলনাড়ু উপকূলের দিকে এগিয়ে আসছে, যার প্রভাবে উপকূলীয় তামিলনাড়ু, পুদুচেরি এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশের দক্ষিণ অংশে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। যদিও ঘূর্ণিঝড়টি উপকূলের কাছাকাছি এসে দুর্বল হয়ে পড়েছে এবং এর স্থলভাগে প্রবেশের সম্ভাবনা কম, তবুও তীব্র আবহাওয়ার কারণে দক্ষিণ ভারতের বেশ কয়েকটি অঞ্চলে বিমান, ট্রেন পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
ভারতীয় আবহাওয়া দফতর (IMD)-এর সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ঘূর্ণিঝড়টি আগামী ২৪ ঘণ্টায় উত্তর দিকে উত্তর তামিলনাড়ু-পুদুচেরি উপকূলের সমান্তরালে অগ্রসর হতে পারে।
#REL