দ্য ওয়াল ব্যুরো: রথযাত্রার দিন থেকেই রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি আরও জোরদার হতে চলেছে। আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণ—দুই বঙ্গেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৭ জুন শুক্রবার, রথযাত্রার দিন পশ্চিমবঙ্গের অধিকাংশ এলাকায় বিস্তৃতভাবে বৃষ্টি হবে।
দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার কলকাতা-সহ সব জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া ও হুগলিতে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে।