দ্য ওয়াল ব্যুরো: আজ বৃহস্পতিবার বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হবে। মুখ্য নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সন্ধ্যা ছ'টায় টেলিভিশন ও বেতারে জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচন সংক্রান্ত ঘোষণা করবেন। অন্তর্বর্তী সরকার আগেই জানিয়েছিল, ভোট হবে ১৫ ফেব্রুয়ারির মধ্যে।
এবার জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গেই জুলাই সনদ নিয়ে গণভোট হবে। অর্থাৎ দুটি করে ভোট দিতে হবে নির্বাচকমণ্ডলীকে। গণভোটের বিষয়ে সাধারণ মানুষকে ধারণা দিতে বুধবার বাংলাদেশ সরকার এক বিজ্ঞপ্তি জারি করে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং অফিস আদালতকে প্রচার চালানোর নির্দেশ দিয়েছে।
#REL