গার্গী দাস
বাংলাদেশে সংরক্ষণ নিয়ে আন্দোলন গত বছর ভয়ঙ্কর রূপ নেয়। তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনাকে দেশ ছাড়তে হয়। বদলে যায় বাংলাদেশের খোলনলচে। অন্তর্বর্তী সরকার তৈরি হয় এবং দায়িত্বে আসেন মহম্মদ ইউনুস। তারপর থেকেই ভারত-বাংলাদেশ সম্পর্কে ফাটল ধরতে শুরু করে। পরে জানা যায়, শেখ হাসিনা প্রতিবেশী দেশ ভারতেই রয়েছেন। সম্পর্ক আরও তিক্ত হয়। ওপর ওপর ইলিশ পাঠিয়ে শাক দিয়ে মাঠ ঢাকার চেষ্টা হলেও কূটনাতিক চাপানউতর যে রয়েছে, তা কারও অজানা নয়।