দ্য ওয়াল ব্যুরো: শেখ হাসিনা সরকারের সময়ে সেনাবাহিনীতেও দলবাজি হয়েছিল বলে বাহিনী এবং বিরোধী দলগুলি অভিযোগ করে আসছিল। ইতিমধ্যে তাঁদের অনেকেই অবসর নিয়েছেন। সেই সেনা অফিসারদের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণে কমিটি গড়ল মহম্মদ ইউনুসের সরকার। প্রতিরক্ষা মন্ত্রণালয় এজন্য নয় সদস্যের কমিটি গড়েছে। ওই মন্ত্রক প্রধান উপদেষ্টার হাতে রয়েছে।
কমিটির চেয়ারম্যান করা হয়েছে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আবদুল হাফিজ।
#REL