পবিত্র সরকার, শিক্ষাবিদ
শেখ হাসিনাকে (Sheikh Hasina) ফাঁসির সাজা (Capital Punishment) দিল বাংলাদেশের আদালত। এটা বিচারের (Sheikh Hasina Verdict) নামে একটা প্রহসন হল। যখন এমন একটা প্রতিপক্ষ রাজনৈতিক শক্তি ক্ষমতায় আসে, তখন এই ধরণের বিচারের নামে প্রহসনই হয়। এমন প্রহসন প্রায়ই ঘটে। এই রাজনৈতিক শক্তি প্রথম থেকেই হাসিনার বিপক্ষে ও হাসিনার পতনের জন্য ষড়যন্ত্র করেছিল। গোটা বিদ্রোহ নিছকই একটা ভান বা ভনিতা ছিল।