অমল সরকার
তাঁর প্রতিষ্ঠিত দলটির কার্যকলাপ নিষিদ্ধ। দলের প্রথমসারির নেতা-নেত্রী দেশছাড়া, বাড়িছাড়া, এলাকা ছাড়া। দেশ ছাড়া এমনকী তাঁর দুই কন্যা। তাঁর হাতে তৈরি ছাত্র সংগঠনটিকে আগেই পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। তাঁকে নিয়ে দু কথা বলা, তাঁর ছবি, তাঁকে নিয়ে লেখা বই সংগ্রহে রাখা, তাঁর নামে স্লোগানে দেওয়া—নিষিদ্ধের তালিকা ক্রমে দীর্ঘ থেকে দীর্ঘতর। এইভাবে্ তাঁকেই নিষিদ্ধ করে দেওয়া হয়েছে দেশে।