শুভম সেনগুপ্ত
সে শরতে দেবীর আবাহন হয়নি, হয়েছিল বিসর্জন। বিভূতিভূষণের (Bibhutibhushan Bondyopadhyay) কলমে সেই বিসর্জনের নাম— দুর্গা (Durga)। দেবী নয়, এক মানবী, যার শরীরে লেগে আছে দারিদ্র আর অপমানের ধুলো। তার চোখে মিশে আছে বঞ্চনা আর কৌতূহলের ছায়া। 'পথের পাঁচালী'-র (Pather Panchali) সেই দুর্গা যেন বাংলার মাটির মেয়ে, আমাদের মেয়ে, আমার বাড়ির মেয়ে। অকালবোধনের পর যার ভাগ্যে লেখা ছিল অকালমৃত্যু।