রূপক মিশ্র
জিনিসপত্র নেওয়ার আগে ক্রেতা সুরক্ষা মিশন হলোগ্রাম যাচাই করে নিতে বলে, যাতে কোনও কিছু কিনে শেষকালে পস্তাতে না হয়। এই যাচাইপ্রক্রিয়া চাল-ডাল-নুন কিংবা তালমিছরির ক্ষেত্রে জুতসই হলেও কবিতা বিচারে কতদূর সার্থক বা আদৌ সার্থক কি না, একটু বুঝে নেওয়ার সময় এসেছে।