শুভম সেনগুপ্ত
বাংলা কবিতার আকাশে তিনি এক অনন্য নক্ষত্র— নরম, রহস্যময়, একা। জীবনানন্দ দাশ, যিনি ‘বনলতা সেন’-এর কবি, নাকি প্রেমিক! সেই তিনিই আবার সময়ের গভীরতম অভিঘাতের অনুবাদকও।
চলে যাওয়ার ১২৬ বছর পেরিয়েও তিনি আজও তাজা, চিরনতুন, প্রাসঙ্গিক। কারণ, সময় যতই পালটেছে, মানুষের অন্তরের সেই চিরকালীন নিঃসঙ্গতা, প্রেম, অন্ধকারের আনাগোনা ঠিক ততটাই থেকে গেছে তাঁর কবিতার মতো করে।
#REL