শুভদীপ বন্দ্যোপাধ্যায়
১৯৮৫ সাল ২২ জুলাই। বাংলা ছবির সোনার প্রতিমা মহুয়া রায়চৌধুরীর অকাল প্রয়াণে সারা বাংলার মানুষের চোখে শ্রাবণ নেমেছিল। আজও ২০২৫ এর ২২ জুলাই। মাঝে কেটে গিয়েছে ৪০টা বছর। মহুয়া নেই এত বছর। কিন্তু নায়িকাকে নিয়ে উন্মাদনা, রহস্য-রোমাঞ্চ আজও এতটুকু ফিকে হয়নি। আজও মহুয়া প্রাসঙ্গিক।
মহুয়া রায়চৌধুরীর ৪০ তম প্রয়াণ বার্ষিকীতে তাঁর কথা বললেন অভিনেত্রী দেবিকা মুখোপাধ্যায়। ৪০ বছর পর এই প্রথম মহুয়াকে নিয়ে মুখ খুললেন 'ছোট বৌ' দেবিকা। তাঁর সঙ্গে গল্প করলেন শুভদীপ বন্দ্যোপাধ্যায়।