শুভদীপ বন্দ্যোপাধ্যায়
বঙ্গীয় কমেডি (comedian) ঐতিহ্যর প্রথম প্রাণপুরুষ ভানু, যাঁর লাবণ্যময় অভিনয় ছিল শরীর, মন ও আত্মা জুড়ে। কিংবদন্তী ভানু বন্দ্যোপাধ্যায়ের (Bhanu Banerjee) আজ জন্মদিন।
ভানু বন্দ্যোপাধ্যায়ের জন্ম ২৬ অগস্ট, ১৯২০। বাবার নাম জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও মায়ের নাম সুনীতি দেবী। ১৯৪১ সালে তাঁরা ঢাকা থেকে কলকাতায় চলে আসেন সপরিবারে। ভানু বন্দ্যোপাধ্যায়ের মধ্যে থেকে গেছিল ঢাকাইয়া বাংলা ভাষার মিষ্টত্ব। তাতেই সংলাপ বলে বাংলা ছবিতে কমেডিকে নতুন মাত্রা দেন এবং দর্শকের চিত্তবিনোদনে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন ভানু।