দ্য ওয়াল ব্যুরো: পুরুষরা আবার সাজে নাকি? পুরুষদের যেন সাজের অধিকার নেই। যে কোনও রং আবার পুরুষদের সঙ্গে নাকি যায় না। এমন সব নানা মিথ ভেঙে দিয়েছেন বলিউড হিরো রণবীর সিং (Ranveer Singh)। পোশাক নিয়ে তাঁর কোনও ছুঁৎমার্গ নেই। বরং একের পর এক সাহসী পোশাক (Bold Fashion) গায়ে তুলে নিয়েছেন, কখনও বা একটা সুতোও গায়ে রাখেননি রণবীর। করেছেন প্রায় সম্পূর্ণ নগ্ন শ্যুট। আজ তাঁর জন্মদিনে একটু চর্চা করা যাক রণবীরের সাহসী বেশভূষা নিয়ে।