দ্য ওয়াল ব্যুরো: ২৫ বছর আগে এক সিদ্ধান্ত তাঁর জীবন বদলে দিয়েছিল। আজ সেই সিদ্ধান্তই তাঁকে আবারও আবেগে ভাসিয়ে দিল। বিয়ে না করেও দুই কন্যার মা হয়েছেন এই প্রাক্তন বিশ্ব সুন্দরী। শুধু সুন্দরী নন, সুস্মিতা প্রমাণ করেছেন তিনি ভেতর থেকে একজন অসাধারণ মানুষও। রেনেকে তিনি দত্তক নেন ২০০০ সালে, আর ছোট মেয়ে আলিশাকে ২০১০ সালে। মা হওয়ার আনন্দকে তিনি অন্য রকম পথেই বেছে নিয়েছিলেন।