দ্য ওয়াল ব্যুরো: প্রেম নিয়ে বরাবরই খোলামেলা কথা বলতে পছন্দ করেন সুস্মিতা সেন। রণদীপ হুডা থেকে শুরু করে কাশ্মীরি মডেল রোহমান শল—প্রতিটি সম্পর্কে তিনি প্রকাশ্যে স্বীকার করেছেন নিজের অবস্থান। রোহমানের সঙ্গেও সেই রকমই।
প্রেমের শুরুতেই জানিয়েছিলেন, এই রোহমানই তাঁর প্রেমিক। পরে বিচ্ছেদের সময়ও নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেন, আর তাঁদের মধ্যে কোনও প্রেম নেই, এখন কেবল বন্ধুত্ব। তবে সুস্মিতা যতটা স্পষ্টভাষী, রোহমান ঠিক ততটাই নিরুত্তাপ। এতদিনে সেই নীরবতা ভাঙলেন তিনিও।
#REL