দ্য ওয়াল ব্যুরো: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে গুলি চলার ৪৮ ঘণ্টার মধ্যে এবার হুমকির মুখে খোদ কমেডিয়ান। খলিস্তানপন্থী জঙ্গি সংগঠন ‘শিখস ফর জাস্টিস’(SFJ)-র প্রধান গুরুপতওয়ান্ত সিং পান্নুন ভিডিও বার্তায় কপিলকে শাসান।
তিনি বলেন, 'কানাডা তোমার খেলার মাঠ নয়। রক্তমাখা টাকা নিয়ে ফিরে যাও হিন্দুস্থানে।' ভিডিও-তেই তিনি অভিযোগের সুরে জানান, কপিল শর্মা কানাডায় ব্যবসার নামে হিন্দুত্ববাদী মতাদর্শ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। 'কানাডার মাটিতে এই হিংসাত্মক হিন্দুত্ববাদী ভাবধারা ছড়ানোর সুযোগ দেওয়া হবে না।'
#REL