দ্য ওয়াল ব্যুরো: নেটফ্লিক্সে (Netflix) সম্প্রতি শুরু হওয়া কপিল শর্মার (Kapil Sharma Show ) জনপ্রিয় অনুষ্ঠান The Great Indian Kapil Show এবার আইনি জটিলতায়। কারণ, এক পর্বে ‘হেরা ফেরি’র অমর চরিত্র ‘বাবুরাও’-কে নিয়ে স্কিট দেখানো হয়।
অভিযোগ, সেই চরিত্র ব্যবহার করতে নির্মাতাদের কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি। আর তাতেই রেগে আগুন Hera Pheri-র প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা (Firoz Nadiadwala)।
#REL