দ্য ওয়াল ব্যুরো: রণবীর সিং (Ranveer Singh) এবং অক্ষয় খান্না (Akshaye Khanna) অভিনীত 'ধুরন্ধর' (Dhurandhar) ছবিটি নিয়ে প্রশংসা করা বলিউড তারকাদের তালিকায় এবার যোগ দিলেন অভিনেতা হৃতিক রোশন (Hrithik Roshan)। তিনি জানান যে ছবির রাজনৈতিক দিকটার সঙ্গে একমত না হলেও, এর গল্প বলার ভঙ্গি তাঁকে মুগ্ধ করেছে।
বুধবার, হৃতিক রোশন তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে পরিচালক আদিত্য ধর পরিচালিত 'ধুরন্ধর' দেখার পর নিজের মতামত জানিয়ে একটি নোট পোস্ট করেন। অভিনেতা ছবিটির গল্প বলার ভঙ্গি এবং সিনেমাটিক ভাষার প্রশংসা করেন, তবে স্পষ্ট জানান যে তিনি এর রাজনৈতিক দিকটার সঙ্গে একমত নন।
#REL