দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা অক্ষয় কুমারের ভাগ্নি সিমর ভাটিয়া (Simar Bhatia) অভিনেতা আগস্ত্য নন্দা (Agastya Nanda) অভিনীত নতুন ছবি 'ইক্কিস' (Ikkis) দিয়ে বলিউডে পা রাখতে চলেছেন। বুধবার সোশ্যাল মিডিয়ায় এই ছবির প্রথম রোমান্টিক গান 'সিতারে' মুক্তি পেয়েছে। গানটিতে আগস্ত্যর সঙ্গে দেখা গেছে সিমরকে, আর গানটি গেয়েছেন অরিজিৎ সিং।
গানের মুক্তির পাশাপাশি নির্মাতারা সিমর ভাটিয়ার প্রথম লুক পোস্টারও প্রকাশ করেছেন। সিমর হলেন অক্ষয় কুমারের বোন অলকা ভাটিয়ার কন্যা।
#REL