বিহঙ্গী বিশ্বাস
মাত্র চব্বিশ ঘণ্টা আগে রবিবাসরীয় আরাম-দুপুরের নিঃস্তব্ধতা খান খান করে দিয়েছিল একটি ঘোষণা। ভারতীয় ক্রিকেট দলের ভাইস ক্যাপ্টেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) একটি বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছিলেন, সুরকার ও গায়ক পলাশ মুচ্ছল (Palash Muchchal) এখন তাঁর জীবনে অতীত। পলাশের সঙ্গে বিয়ে ভেঙে দিয়েছেন তিনি। চব্বিশ ঘণ্টা পর আজ সোমবারই নেটে ফিরেছেন স্মৃতি। ২১ ডিসেম্বর থেকে ভারত-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ (IND vs Sri T20 Series) শুরু হচ্ছে। তার জন্য অনুশীলনে নেমে পড়েছেন সহ অধিনায়ক। স্মৃতির মতোই মঞ্চে ফিরছেন পলাশও।