দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত হলেন বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী বীরেন্দ্রপ্রসাদ হাজারি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮। বিজয়া দশমীর সকালে, বৃহস্পতিবার, দেবীপুরে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘ সঙ্গীতজীবনে বহু ছাত্রছাত্রীকে তালিম দিয়েছেন বীরেন্দ্রবাবু, যাঁদের মধ্যে অন্যতম আজকের প্রখ্যাত গায়ক অরিজিৎ সিং।
শোকের ছায়া নেমে এসেছে শুধু জেলার সঙ্গীত মহলেই নয়, সাধারণ মানুষের মধ্যেও। কারণ, এই শিল্পী শুধু গুরু হিসেবে সকলের কাছের ছিলেন, এমন নয়, এক প্রজন্মের কাছে সঙ্গীত জীবনের পথপ্রদর্শক ছিলেন।
#REL