সঞ্জু সুর
মুর্শিদাবাদের (Murshidabad) বেলডাঙায় মসজিদের (Mosque) শিলান্যাসের দিন থেকেই রাজ্য রাজনীতির কেন্দ্রে ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। তিন দিনে তিন কোটি টাকার অনুদান—নোটে ঠাসা বাক্সের হিসেব এখনও শেষ হয়নি। স্বাভাবিকভাবেই ঘনাচ্ছে জল্পনা। এত টাকা হঠাৎ এল কোথা থেকে?