দ্য ওয়াল ব্যুরো: সকালের নীরবতা ভেঙে তীব্র চাঞ্চল্য সামশেরগঞ্জে! সোমবার সকালে মুর্শিদাবাদের (Murshidabad) ভবানীবাটি হাটপাড়া কালভার্ট সংলগ্ন চাষের জমি থেকে উদ্ধার হল ব্যাগ ভর্তি তাজা বোমা (Bomb found)। খবর ছড়াতেই এলাকা জুড়ে আতঙ্ক, কৌতূহলী ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে জমির পাশে কিছু সন্দেহজনক বস্তু পড়ে থাকার খবর আসে। এরপর রাতেই ঘটনাস্থলে পৌঁছে যায় সামশেরগঞ্জ থানার পুলিশ। তল্লাশি চালাতেই মেলে এক ব্যাগ ভর্তি বোমা। কে বা কারা ওই বোমাগুলি রেখে গিয়েছে, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।
#REL