দ্য ওয়াল ব্যুরো: বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হাত কেটে রাস্তায় পড়ল এক ব্যক্তির। রক্তাক্ত অবস্থায় হাত প্লাস্টিকে করে হাসপাতাল পৌঁছলেন তিনি। ঘটনা মুর্শিদাবাদের হরিহরপাড়ার।
আহত যুবকের নাম মানিক মণ্ডল (৩০), বাড়ি গরিবপুর ফরাজি পাড়ায়। এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও দুই যাত্রী আলামিন হক (২৮), বাড়ি বেলডাঙায় ও সান্তনা হালদার (৭২), বাড়ি দোগাছিতে।
#REL