দ্য ওয়াল ব্যুরো: টাকা-পয়সা নিয়ে বিবাদের জেরে মাকে খুন করল ছেলে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার সুজানগর গ্রামে। মৃতার নাম মিঠু মাজি। অভিযুক্ত আকাশ মাজিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতার স্বামী অশোক মাজির মৃত্যুর পর থেকেই মা ও ছেলে একসঙ্গে আলু–পেঁয়াজের দোকান চালাতেন। কিন্তু ব্যবসার টাকা ও অন্যান্য পারিবারিক বিষয় নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত। বুধবার বিকেলে ফের বচসা শুরু হয় তাঁদের। সেই সময় রাগের মাথায় আকাশ বাড়ি থেকে কাটারি এনে প্রৌঢ়ার গলায় কোপ মারে বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
#REL