দ্য ওয়াল ব্যুরো: দলের জেলা নেতৃত্বকে চ্যালেঞ্জ ছুড়েছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। আর তার ২৪ ঘণ্টার মধ্যেই সেই হুমায়ুনকেই খোলা চ্যালেঞ্জ দিলেন তাঁরই বিধানসভা এলাকার তৃণমূলের এক ব্লক সভাপতি (TMC, Block President)।
বৃহস্পতিবার হুমায়ুন বলেছিলেন, “আমাকে দল থেকে বের করে দেখাক না! মুর্শিদাবাদে (Murshidabad) তৃণমূলের আসন সংখ্যা ২০ থেকে ১০ এ নামাব!” — এই মন্তব্যের পরই উত্তেজনা ছড়ায় জেলা তৃণমূলের অন্দরে। আর তার পরদিনই পাল্টা হুঁশিয়ারি ব্লক সভাপতির।