তিয়াষ মুখোপাধ্যায়
‘মাদ্রাসা’ শব্দটি শুনলেই, অনেকেরই মনে হয়, খুবই রক্ষণশীল, উগ্র ধর্মীয় অনুশাসনের ঘেরাটোপে বন্দি কোনও শিক্ষা প্রতিষ্ঠান। অথচ পশ্চিমবঙ্গেই এমন দুটি মাদ্রাসা (West Bengal Madrasah) রয়েছে, যেখানে মুসলিমদের থেকে অ-মুসলিম পড়ুয়াদের সংখ্যাই বেশি (Peace and Harmony)। সেখানে মুসলিমরাই সংখ্যালঘু, অন্য ধর্মের পড়ুয়ারা সংখ্যাগুরু (West Bengal Madrasah Service Commission)। শুনতে অবাক লাগছে না কি!