দ্য ওয়াল ব্যুরো: পুজোর আগেই বিষাদ নেমে এল পুরুলিয়ার বান্দোয়ান লতাপাড়ায়। চতুর্থীর রাতে একই পরিবারের চার সদস্যের রহস্যমৃত্যুতে গোটা এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মা ও তাঁর তিন মেয়ের মৃত্যুতে উজাড় হয়ে গিয়েছে গোটা পরিবারটাই।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন - পিয়া গড়াই (৩০) এবং তাঁর তিন মেয়ে বৈশাখী (১৩), পল্লবী (১০) ও সৌরভি গড়াই (৬)।