দ্য ওয়াল ব্যুরো: পুরুলিয়ার (Purulia) লালমাটির বুক চিরে ছুটে চলা ট্রেন হঠাৎ থেমে যায় একটা ছোট্ট স্টেশনে। নামটি ভারী অদ্ভুত— বেগুনকোদর (Begunkodar)। নামটা শুনলেই এখনও কারও কারও গায়ে কাঁটা দেয়। কারণ একসময় এই জায়গার নাম উচ্চারণ মানেই ছিল একটা শিহরন জাগানো ভয়, “ভূতুড়ে স্টেশন!” (Haunted Station)
সময় বয়ে যায়। আর সেই সময়ই বলে দেয়, সব গল্পের ভিতর সত্যি লুকিয়ে থাকে, আবার কিছু সত্যিকে আড়াল করতে গল্প তৈরিও করা হয়। বেগুনকোদরের ‘ভূত’ও তেমনই এক তৈরি করা ছায়া।