দ্য ওয়াল ব্যুরো: আজ কটকের বারাবাটি স্টেডিয়ামে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ (Ind vs SA 1st T20I)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয়ের পর ভারত আত্মবিশ্বাসে টইটম্বুর। তবে ম্যাচের আগে সবচেয়ে বড় প্রশ্ন—কটকে বৃষ্টি বাধা দেবে না তো?
হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, দুপুরে আকাশ পরিষ্কারই থাকবে। রোদেরও দেখা মিলবে। তবে সন্ধ্যা নামতেই মেঘ জমতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, ম্যাচ চলাকালীন সময়ে প্রায় ১০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, বৃষ্টি পুরো ম্যাচ ভেস্তে দেবে এমন আশঙ্কা না থাকলেও হালকা বাধা তৈরি হতে পারে।