দ্য ওয়াল ব্যুরো: উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলে অবস্থান করছে নিম্নচাপ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তা স্থলভাগে ঢুকবে। তবে এর সরাসরি প্রভাব পড়বে না বাংলায়।
আজ ও আগামিকাল অর্থাৎ শুক্রবার ও শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায়। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হলেও মাত্রা অনেকটাই কম থাকবে। রবিবার থেকে ফের বাড়বে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে রবিবার ভারী বৃষ্টি হতে পারে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা আছে দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের একাধিক জেলায়।
#REL